-
অবৈধ আইএসপি ব্যবসা পরিচালনা প্রসঙ্গে
25/02/2022 admin 0
বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে, অনেক আইএসপি বিভিন্ন লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ, পপ এবং রিসেলার হিসেবে নিয়োগ প্রদান করছে। অথচ বিটিআরসির আইন অনুযায়ী কোন লাইসসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ, পপ এবং রিসেলার নিয়োগ দেয়া শাস্তিযোগ্য অপরাধ।
অতএব, এ ব্যাপারে আইএসপিএবির উদ্যোগে বিটিআরসি কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। যে কোন সময় বিটিআরসি কর্তৃক অভিযান পরিচালনা করা হবে। উক্ত অভিযানে প্রাপ্ত অবৈধ আইএসপিদের নিকট ব্যান্ডউইথ, পপ এবং রিসেলার প্রদানকারী বোইধ আইএসপিদের লাইসেন্স বাতিল করার মতো ঘটনা ও ঘটতে পারে। এমতাবস্থায়, এরুপ বিব্রতকর পরিস্থিতি কারো ক্ষেত্রে যেন উদ্ভূত না হয়, সে জন্য পূর্বেই আপনাদের অবহিত করা হল। পরবর্তীতে এ ব্যাপারে কোন প্রকার সাহায্য সহযোগিতা করার ব্যাপারে আইএসপিএবি অপারগ থাকবে।
Categories: Computers & IT News
Tags: অবৈধ আইএসপি ব্যবসা
Request for Movies BDCOM Seminar ( ICCB ) 2017